বিপদসীমার উপর দিয়ে বইছে জল : রাজ‍্য সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন

8th August 2021 3:52 pm বাঁকুড়া
বিপদসীমার উপর দিয়ে বইছে জল : রাজ‍্য সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  সেতুতে বিপদসীমার উপর দিয়ে বইছে জল, যোগাযোগ বিচ্ছিন্ন মেজিয়া- ছাতনা রাজ্য সড়ক। অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মেজিয়া  ব্লকের বেশ কয়েকটি কাঁচা বাড়ি।

হু হু করে বইছে জল।এই ছবি বাঁকুড়ার মেজিয়া ব্লকের মাতাবেল সেতুর। গতকাল বিকেলে টানা কয়েক ঘন্টা বৃষ্টি যার যেরে এই মাতাবেল সেতুতে বিপদসীমার উপর দিয়ে বইছে জল।এর ফলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ। ঘুরপথে যেতে হচ্ছে সকলকেই।তবে ঘুরপথ এডাতে অনেকেই জীবনের ঝুঁকি নিয়েও করছে যাতায়াত। স্থানীয়দের দাবি প্রতি বর্ষার সময় দামোদরের জল বাড়লে এই চরম দুর্ভোগের শিকার হন তারা। তাই প্রশাসনের কাছে তাদের আবেদন পুনঃসংস্কার করা হোক এই মাতাবেল সেতুর। যদিও মেজিয়া পঞ্চায়েত সমিতির সদস্য জন্মেঞ্জয় বাউরী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে মেজিয়ার নামোমেজিয়া গ্রামে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বাড়ি।নামোমেজিয়া গ্রামের দুর্গাদাস বাউরি নামে এক গ্রামবাসী বাড়িতে জল ঢুকে পড়ছে। নিরুপায় হয়ে জল যন্ত্রণা নিয়েই কচিকাঁচা ছেলে মেয়েদেরকে নিয়ে ঐ বাড়িতে বসবাস করছেন পরিবারের সদস্যরা।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।